অলিম্পিকে কেইম্যান দ্বীপপুঞ্জ
অবয়ব
অলিম্পিক গেমসে কেইম্যান দ্বীপপুঞ্জ | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
অলিম্পিক ইতিহাস | ||||||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||||||
শীতকালীন গেমস | ||||||||||||
কেইম্যান দ্বীপপুঞ্জ প্রথম ১৯৭৬ সালে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করলেও ১৯৮০ গেমসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বয়কট করেছিল। ১৯৮৪ গেমসে কেইম্যান দ্বীপপুঞ্জ পুনরায় ফিরে আসে এবং তারপর থেকে সকল গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে।
কেইম্যান দ্বীপপুঞ্জ শীতকালীন অলিম্পিক গেমসে প্রথম ২০১০ সালে অংশগ্রহণ করে।[১] ২০১৪ শীতকালীন অলিম্পিকেও অংশগ্রহণ করেছে।
১৯৬৩ সালে জ্যামাইকান স্বাধীনতা অর্জনের পর কেইম্যান দ্বীপপুঞ্জ ব্রিটিশ শাসিত অঞ্চল হিসাবে জ্যামাইকা থেকে আলাদা হয়ে যায়। ১৯৭৩ সালে কেইম্যান দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি গঠিত হয় এবং ১৯৭৬ সালে আইওসির স্বীকৃতি লাভ করে।
পদক তালিকা
[সম্পাদনা]গ্রীষ্মকালীন গেমস অনুযায়ী পদক
[সম্পাদনা]গেমস | ক্রীড়াবিদ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট | অব. |
---|---|---|---|---|---|---|
১৯৭৬ মন্ট্রিল | ২ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৮০ মস্কো | অংশগ্রহণ করেনি | |||||
১৯৮৪ লস অ্যাঞ্জেলেস | ৮ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৮৮ সিউল | ৮ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৯২ বার্সেলোনা | ১০ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৯৬ আটলান্টা | ৯ | ০ | ০ | ০ | ০ | – |
২০০০ সিডনি | ৩ | ০ | ০ | ০ | ০ | – |
২০০৪ এথেন্স | ৫ | ০ | ০ | ০ | ০ | – |
২০০৮ বেইজিং | ৪ | ০ | ০ | ০ | ০ | – |
২০১২ লন্ডন | ৫ | ০ | ০ | ০ | ০ | – |
সর্বমোট | ০ | ০ | ০ | ০ | – |
শীতকালীন গেমস অনুযায়ী পদক
[সম্পাদনা]গেমস | ক্রীড়াবিদ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট | অব. |
---|---|---|---|---|---|---|
২০১০ ভ্যানকুভার | ১ | ০ | ০ | ০ | ০ | – |
২০১৪ সোচি | ১ | ০ | ০ | ০ | ০ | – |
সর্বমোট | ০ | ০ | ০ | ০ | – |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Winter Olympics start despite luge tragedy", BBC, February 13, 2010
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "Cayman Islands"। International Olympic Committee।
- "Cayman Islands"। Sports-Reference.com। ৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০১৬।