বিষয়বস্তুতে চলুন

আইলিন হেকার্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইলিন হেকার্ট
Eileen Heckart
জন্ম
অ্যানা আইলিন হার্বার্ট

(১৯১৯-০৩-২৯)২৯ মার্চ ১৯১৯
মৃত্যু৩১ ডিসেম্বর ২০০১(2001-12-31) (বয়স ৮২)
নরওয়াক, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র
শিক্ষাস্নাতক (নাট্যতত্ত্ব)
মাতৃশিক্ষায়তনওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৪৩-২০০০
দাম্পত্য সঙ্গীজন হ্যারিসন ইয়াঙ্কি জুনিয়র (বি. ১৯৪২; মৃ. ১৯৯৭)
সন্তানলুক ইয়াঙ্কি (পুত্র)

আইলিন হেকার্ট (ইংরেজি: Eileen Heckart; জন্ম: অ্যানা আইলিন হার্বার্ট, ২৯ মার্চ ১৯১৯ – ৩১ ডিসেম্বর ২০০১) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন এই তিন মাধ্যমেই কাজ করেছেন। চরিত্রাভিনেত্রী হিসেবে পরিচিতি অর্জন করা হেকার্টের অভিনয়ের জীবনের পরিব্যপ্তি প্রায় ৬০ বছর। তিনি প্রথমে ব্রডওয়ে মঞ্চে উইলিয়াম ইঙ্গের নাটক পিকনিক-এ স্কুল শিক্ষক রোজাম্যারি সিডনি চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি বাটারফ্লাইজ আর ফ্রি (১৯৭২) ছবিতে একজন অন্ধ পুত্রের মা চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। তিনি ব্রডওয়ে মঞ্চে মূল নাটকেও এই চরিত্রে অভিনয় করেছিলেন।

একাডেমি পুরস্কারের পাশাপাশি তিনি দুটি এমি পুরস্কার অর্জন করেন; প্রথমটি সেভ মি আ প্লেস অ্যাট ফরেস্ট লন এবং দ্বিতীয়টি লাভ অ্যান্ড ওয়ার-এর জন্য এবং তিনি দ্য ব্যাড সিড চলচ্চিত্রে অভিনয়ের জন্য একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। ২০০০ সালে তিনি আজীবন কৃতিত্বের জন্য একটি বিশেষ টনি পুরস্কার লাভ করেন এবং হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়। ২০০০ সালে ৮০ বছর বয়সে অফ-ব্রডওয়ে মঞ্চে দ্য ওয়েভার্লি গ্যালারি ছিল তার সর্বশেষ কাজ, এতে তিনি আলৎসহাইমারের রোগে আক্রান্ত একজন বৃদ্ধ দাদীর ভূমিকায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. পোগ্রেবিন, রবিন (২ জানুয়ারি ২০০২)। "Eileen Heckart, Oscar-Winning Actress, Is Dead at 82"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  2. জোন্স, কেনেথ; সিম্পসন, রবার্ট (১ জানুয়ারি ২০০২)। "Eileen Heckart, Gravel-Voiced Actress of Bad Seed and Waverly Gallery, Dead at 82"প্লেবিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]