উইকিপিডিয়া:অধিকারের আবেদন/রোলব্যাক
অবয়ব
রোলব্যাক
[সম্পাদনা]
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: প্রক্রিয়াধীন
অনেক দিন ধরেই সাম্প্রতিক পরিবর্তন পাতায় ধ্বংসপ্রবণতা রোধে কাজ করছি এবং এ সম্পর্কে অবগত আছি। স্প্যামাররা বেশিরভাগ ক্ষেত্রেই পরপর একাধিক সম্পাদনা করে থাকে। এক্ষেত্রে রোলব্যাক সুবিধা পেলে প্রতিটি সম্পাদনা আনডু না করে রোলব্যাকের মাধ্যমে কোনো স্প্যামারের একটানা করা সম্পাদনাগুলো বাতিল করা যেত। রোলব্যাক অধিকারটি ধ্বংসপ্রবণতা রোধে সাহায্য করবে বলে মনে করছি। এছাড়া সাম্প্রতিক পরিবর্তন টহলে SWViewer authorize করলেও রোলব্যাক অধিকার না থাকায় ব্যবহার করতে পারছি না। Emdad Tafsir ◀ আলাপ ▶ ০৬:৪০, ১৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
প্রায় ১২ দিন ধরে অনুরোধটি ঝুলে আছে, অযোগ্য মনে হলে অনুরোধ প্রত্যাখান করার অনুরোধ করছি। Emdad Tafsir ◀ আলাপ ▶ ১৪:০২, ১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)