বিষয়বস্তুতে চলুন

ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স (আটান্নতম গানদেন ত্রিপা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স (তিব্বতি: ངག་དབང་ཆོས་གྲགསওয়াইলি: ngag dbang chos grags) (১৭০৭-১৭৭৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের আটান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

[সম্পাদনা]

ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স ১৭০৭ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ত্শে-রিং-ম্গোন-পো (ওয়াইলি: tshe ring mgon po) এবং মাতার নাম ছিল ত্শে-রিং-স্ক্যিদ (ওয়াইলি: tshe ring skyid)। কম বয়সে ব্যা-খ্যুং (ওয়াইলি: bya khyung) বৌদ্ধবিহারে ব্দে-য়াংস-ঙ্গাগ-দ্বাং-ম্গোন-পো (ওয়াইলি: bde yangs ngag dbang mgon po) নামক এক ভিক্ষুর নিকট তিনি শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। ১৭২৭ খ্রিষ্টাব্দে তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ব্লো-ব্জাং-ছোস-'ফেল (ওয়াইলি: blo bzang chos 'phel) এবং ব্রাগ-রি-ঙ্গাগ-দ্বাং-দোন-গ্রুব (ওয়াইলি: brag ri ngag dbang don grub) নামক পণ্ডিতের নিকট শিক্ষালাভ করেন। এই সময় পঞ্চম পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ব্লো-ব্জাং-ব্যামস-পা নামক দ্বিতীয় ফুর-ল্চোগ্স (ওয়াইলি: phur lcogs), সপ্তম দলাই লামা, র্গ্যাল-ম্ত্শান-সেং-গে (ওয়াইলি: rgyal mtshan seng+ge) নামক তিপ্পান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা, ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-ল্দান (ওয়াইলি: ngag dbang mchog ldan) নামক চুয়ান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। এরপর তিনি গুমে তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করে পরবর্তীকালে এই মহাবিদ্যালয়ে প্রধানের দায়িত্ব পালন করেন। এরপর তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন ও অষ্টম দলাই লামার শিক্ষক নিযুক্ত হন। ১৭৬৪ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের আটান্নতম প্রধান হিসেবে নির্বাচিত হন ও এই পদে তিনি সাত বছর থাকেন। এই সময় তিনি ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা নামক দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতার একটি রৌপ্যমূর্তি নির্মাণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Fifty-Eighth Ganden Tripa, Ngawang Chodrak"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৪ 
পূর্বসূরী
ব্সাম-গ্তান-ফুন-ত্শোগ্স
ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স
আটান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স