বিষয়বস্তুতে চলুন

বেলফেগর (ব্যান্ড)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেলফেগর
বেলফেগর রক দ্যা লেক উৎসবে ২০০৭ সালের সেপ্টেম্বরে অস্ট্রিয়াতে
বেলফেগর রক দ্যা লেক উৎসবে ২০০৭ সালের সেপ্টেম্বরে অস্ট্রিয়াতে
প্রাথমিক তথ্য
উপনামবিট্রায়ার
উদ্ভবসালজবার্গ, অস্ট্রিয়া
ধরনব্ল্যাকেন্ড ডেথ মেটাল
ডেথ মেটাল
ব্ল্যাক মেটাল
কার্যকাল১৯৯১-বর্তমান
লেবেলনাপালম রেকর্ডস, নিউক্লিয়ার ব্ল্যাস্ট রেকর্ডস
সদস্যহেলমুথ
মরলাচ
সারপেন্থ
ওয়েবসাইটwww.belphegor.at

বেলফেগর একটি অস্ট্রিয়ার সালজবার্গের ব্ল্যাকেন্ড ডেথ মেটাল ব্যান্ড[], যা ১৯৯১ সালে বিট্রেয়ার নামে গঠিত হয় ও পরে ১৯৯৩ সালে এই নাম ধারণ করে। তাদের নাম দানব বেলফাগরের নাম অনুসারে রাখা হয়েছে।

ইতিহাস

[সম্পাদনা]

ভোকাল ও বেজিস্ট ম্যাক্স এই ব্যান্ড গঠন করে ১৯৯১ সালে। ১৯৯১ সালের এপ্রিলে তারা তাদের প্রথম ডেমো ক্রুজিফিক্সসন প্রকাশ করে ও পরে আনবর্ন ব্লাড বের করে। ব্লাড বাথ ইন প্যারাডাইস নামের একটি ম্যাক্সি সিডি বের করার পর তারা তাদের নাম রাখে বেলফেগর। এই ডেমো প্রকাশে আগে বা পরে ম্যাক্স ব্যান্ড ত্যাগ করে ও হেলমুথ তার জায়গা নিয়ে নেয়। ১৯৯৪ সালে তারা পারভার্টেড টেস্ট নামের রেকর্ড লেবেলের সাথে চুক্তি করে যা থেকে অবস্কিউওর অ্যান্ড ডিপ নামের ডেমো বের হয়। ১৯৯৫ সালের জানুয়ারিতে দ্যা লাস্ট সাপার নামের অ্যালবাম লিথাল রেকর্ডস থেকে মুক্তি পায়। এই সময় তাদের লোগো পরিবর্তিত হয়। ১৯৯৭ সালের অক্টোবরে তাদের ২য় অ্যালবাম ব্লাট সাবাথ বের হয়। ১৯৯৮ সালে তারা বেহেমথের সাথে ইউরোপ সফরে বের হয়। ২০০২ সালে তারা সামারব্রীজ, ব্রুটাল অ্যাসল্ট ও মরবাইড স্পাইলি উৎসবে গান পরিবেশন করে। ইনফারনাল লাইভ অরগাজম নামের অ্যালবাম তাদের নিজস্ব লেবেল ফাল্লেলুজাহ প্রডাকসন থেকে প্রকাশের পর তারা নাপলম রেকর্ডসের সাথে চুক্তি করে।[] ২০০৩ সালে ডিসেম্বরে তাদের অ্যালবাম লুসিফার ইন্সেস্টাস প্রকাশিত হয়। ২০০৪ সালে তারা এক্স মাস ফেস্টিভ্যালে গান করে নাপালম ডেথ, ভাদের, মারডুক ও ফিন্নট্রলের সাথে। ২০০৫ সালে তারা নিউক্লিয়ার ব্ল্যাস্ট রেকর্ডসের সাথে চুক্তি করে। ২০০৭ সালে সেপ্টেম্বরে তারা গরগরথের সাথে গান করে দক্ষিণ আমেরিকাতে। ২০০৮ সালে তারা আমন আমার্থের সাথে দক্ষিণ আমেরিকা সফর করে।

হেলোমুথ ২০০৮ সালে লন্ডনে

বর্তমান সদস্য

[সম্পাদনা]
  • হেলমুথ
  • মরলাচ
  • সারপেন্থ

ডিস্কোগ্রাফি

[সম্পাদনা]
  • দ্যা লাস্ট সাপার (১৯৯৫)
  • ব্লাট সাবাথ (১৯৯৭)
  • নেক্রোডামন টেরোসাথান (২০০০)
  • লুসিফার ইন্সেস্টাস (২০০৩)
  • গোট রিচ ফ্লেসকাল্ট (২০০৫)
  • পেস্টাপোকালাইভস ৬ (২০০৬)
  • ব্লন্ডা গোট জোম্বি (২০০৮)
  • ওয়াল্পুল্গিস রাইটস-হেক্সেনওয়ান (২০০৯)
  • নাম বিহীন ৯ম অ্যালবাম (২০১১)
  • ক্রুজিফিক্সসন (১৯৯১)
  • আনবর্ন ব্ল্যাড (১৯৯১-১৯৯২)
  • ব্ল্যাড বাথ ইন প্যারাডাইস (১৯৯২)
  • অবস্কিউওর অ্যান্ড ডিপ (১৯৯৪)

লাইভ অ্যালবাম

[সম্পাদনা]
  • ইনফারনাল লাইভ অরগাজম(২০০২)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. [ http://www.metalglory.de/metalopedia_bands.php?band=169 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে]
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]