ব্রডব্যান্ড
অবয়ব
তথ্য প্রযুক্তিতে ব্রডব্যান্ড (ইংরেজি: Broadband) হলো প্রশস্থ ব্যান্ডউইথ তথ্য আদান প্রদান যা বহু সংকেত প্রবাহের মাধ্যমে তৈরিকৃত।কো-এক্সিয়াল ক্যাবল, অপটিক্যাল ফাইবার , রেডিও অথবা টুইস্টেড পেয়ার ক্যাবল দ্বারা তথ্য আদানপ্রদান করা যেতে পারে। ইন্টারনেট ব্রডব্যান্ড হলো, দ্রুতগতির ইন্টারনেট সেবা যা সর্বদা চালু এবং উচ্চগতি সম্পন্ন।ব্রডব্যান্ড ডায়াল আপ একসেসের তুলনায় অধিক গতি সম্পন্ন ইন্টারনেট সেবা। সাধারণতঃ কমপক্ষে ১ মেগাবাইট পার সেকেণ্ড (এমবিপিএস) গতিতে তথ্য প্রবাহিত হলে তাকে ব্যডব্যাণ্ড বলে অভিহিত করা হয়ে থাকে।